Skip to main content
                                          পুলিশ : অস্ত্র কই রাখছিস বল?
                                       বল্টু : স্যার আমি
                              অস্ত্রের খবর
                                               যানি না।
                      পুলিশ : বলবি নাকি

                          ক্রসফায়ারে
                                               মরবি?
         বল্টু : স্যার ঐ দিক দিয়ে
                                                      গেলে
                তিনটা তাল গাছ পাবেন।

পুলিশ : তাল গাছের
গোঁড়ায় পুতে
রাখছিস..?
বল্টু : না স্যার প্রথম
দুইটা তাল গাছ
বাদ। তিন নাম্বারটার
পুলিশ : হুম ওখানে আছে?
বল্টু : স্যার তিন
নাম্বারটার পাশ
দিয়ে তিনটা রাস্তা আছে।
প্রথম দুইটা
বাদ ৩ নাম্বার রাস্তা
দিয়ে গিয়ে
তিনটা বাড়ি পাবেন।
পুলিশ : কোন বাড়িতে বল
শালা?
বল্টু : প্রথম দুইটা বাদ তিন
নাম্বার
বাড়িতে গিয়ে তিনটা ঘর।
প্রথম দুইটা
বাদ তিন নাম্বার ঘরে তিনটা
আলমারি আছে। প্রথম দুইটা
বাদ তিন
নাম্বারটাতে তিনটা
ড্রয়ার আছে।
তিন নাম্বার ড্রয়ারে....
পুলিশ : অস্ত্র আছে?
বল্টু : স্যার তিনটা ছবি
আছে আর
তিন নাম্বার ছবিটা আমার
মায়ের। ঐ
ছবির কসম স্যার। আমি
অস্ত্রের খবর
যানি না স্যার।
.

পুলিশ ত পুরাই বেহুঁশ !

Comments